ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল

আপডেট: May 13, 2022 |
print news

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের বাইরে ভয়াবহ দাবানল সৃষ্টি হয়েছে। বুধবার রাত পর্যন্ত ২০টিরও বেশি বিলাসবহুল বাড়ি পুড়ে গেছে। অনেক বাসিন্দা বাধ্য হয়ে এলাকা ছেড়ে গেছেন। বুধবার বিকেলের আগে লেগুনা শহর ও সমুদ্রসৈকতে উপকূলীয় দাবানল ছড়িয়ে পড়ে। এরপর বাসিন্দারা দ্রুত ওই জায়গা থেকে চলে যায়।

ধারণা করা হচ্ছিল, রাত ১১টা পর্যন্ত প্রায় ১৯৫ একর পর্যন্ত জমি পুড়ে গেছে। তখনো একে নিয়ন্ত্রণ করা যায়নি। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দাবানল কিভাবে শুরু হয়েছে, সে সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি।

দাবানলে বিশাল এলাকার গাছপালা পুড়ে গেছে। সমুদ্রের বাতাস দ্রুত আগুন ছড়িয়ে পড়তে সহায়তা করে।
কর্মকর্তারা জানান, ওই এলাকার ভূমির বৈশিষ্ট্যের কারণে সেখানে পানির পাইপ পৌঁছানো কঠিন।

অরেঞ্জ কাউন্টির ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের প্রধান ব্রায়ান ফেনেসি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি মনে করি যা ঘটছে, তা আগামী কয়েক সপ্তাহ ও বছর পর্যন্ত আমাদের ওপর প্রভাব ফেলতে যাচ্ছে। গাছপালাগুলো এত শুকনা যে নেভাতে আসার আগেই আগুন ছড়িয়ে তা দ্রুত জ্বলে যায়।’ খবর বিবিসি

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর