পঞ্চগড়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট: May 14, 2022 |
print news

পঞ্চগড়ে পুকুরে ডুবে ছামিয়া নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের মালিডাংগা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছামিয়া ওই গ্রামের বাহাদুরের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ।

ওসি জানান, বিকেলে নিজ বাড়িতেই খেলা করছিলো শিশু ছামিয়া। এসময় বাড়ির লোকজনের অগোচরে শিশুটি পাশের পুকুরে পড়ে যায়।

বিকেল থেকে শিশুটিকে পরিবারের সদস্যরা দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। পরে সন্ধ্যায় বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখে স্থানীয় ও পরিবারের সদস্যরা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর