আসামে ভয়াবহ বন্যায় ৩ জনের প্রাণহানি

আপডেট: May 16, 2022 |

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় তিন জনের মৃত্যু হয়েছে।  এদের মধ্যে একজন নারীও রয়েছেন বলে জানা গেছে।

বন্যায় রাজ্যের ছয়টি জেলার প্রায় পঁচিশ হাজার মানুষ আটকা পড়েছেন। উপড়ে গেছে ট্রেনের লাইন। গুয়াহাটি ও শিলচরের সংযোগকারী রাস্তা ধসে গেছে। ফলে বন্ধ রয়েছে সেখানকার সব ধরনের পরিবহন ব্যবস্থা।

এদিকে বন্যায় আটকে পড়াদের উদ্ধারে নেমেছে সেনা এবং আধা সামরিক বাহিনী। শনিবার থেকে পানিবন্দি দুই হাজার ১৫০ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়া যাওয়া হয়েছ।

ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) থেকে ভারী বর্ষণ নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। আইএমডি জানিয়েছে, আগামী কয়েকদিন আসামে ভারী বৃষ্টি চলবে।

ক্রমাগত বৃষ্টির কারণে রাজ্যের নদীর পানি বেড়ে চলেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বহু নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দুই হাজার হেক্টর জমির ফসল।

এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডিমা হাসাও। ক্ষতিগ্রস্ত হয়েছে ১২টি গ্রামের প্রায় ৮০টি বাড়ি।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর