বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট: May 16, 2022 |
print news

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল মিয়া (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার (১৫ মে) দুপুরে উপজেলার দুলালপুর গ্রামের এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে জুয়েল গোয়ালঘরের বৈদ্যুতিক বাল্বের হোল্ডার সংযোগ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে পাঠায়।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর