তাহিরপুরে গুদাম পরিদর্শনে খাদ্যমন্ত্রী

আপডেট: May 16, 2022 |

তাহিরপুর প্রতিনিধি: তাহিরপুর উপজেলায় খাদ্য গুদাম পরিদর্শন করেছেন খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ সোমবার সকালে উপজেলা খাদ্য গুদামে গিয়ে ধান ও চাউল ক্রয় কার্যক্রম পরিদর্শন করেন খাদ্য মন্ত্রী। গতকাল বিকেলে খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে ধান ও চাউল ক্রয় বিষয়ে এক মতবিনিময় সভা করেন।

সভায় মন্ত্রী বলেন, সরকারি ভাবে এ বছর ২৮ হাজার ৬৬৬ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। কৃষকেরা যেন ন্যায্য মূল্যে ধান দিতে পারে সেই বিষয়েও আশ্বস্ত করেন মন্ত্রী।

খাদ্য গুদামে ধান ও চাউল ক্রয় কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ -১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাঃ নাজমানারা খানম, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আবুল হোসেন খান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অমল কান্তি কর প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর