পি কে হালদারকে সময়মতো হস্তান্তর করা হবে: দোরাইস্বামী

আপডেট: May 18, 2022 |
print news

আর্থিক খাতে বিতর্কিত পি কে হালদারকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করে সময়মতো উত্তর দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

মঙ্গলবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে দোরাইস্বামী বলেন, এটা একটা প্রক্রিয়া, তাই না? এই সপ্তাহান্তেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমাদের দিক থেকে সময়মতো প্রত্যুত্তর দেয়া হবে। এটা বড়দিনের কার্ড বিনিময়ের মতো নয়। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সব বিষয় সম্পন্ন হবে।

বাংলাদেশে পি কে হালদারের বিরুদ্ধে দুদকের ৩৪টি মামলা রয়েছে। গ্রেপ্তার হওয়ার খবরে এসব বিষয়ে তদন্ত শেষ করতে তাকে পাওয়ার আশা করছেন সংস্থাটির কর্মকর্তারা।

গত শনিবার পশ্চিমবঙ্গ থেকে পি কে হালদারকে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরপর তাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেয়া তথ্য অনুসারে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পি কে হালদারের বেশ কিছু অবৈধ সম্পদের সন্ধান পায় ইডি।

তিন দিনের রিমান্ড শেষে প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) আরও ১০ দিনের রিমান্ড দিয়েছেন কলকাতার আদালত।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর