সিটিকে হারিয়ে লিভারপুলের শিরোপা উৎসবে সাহায্য করতে চান জেরার্ড

আপডেট: May 22, 2022 |
print news

অন্তিম লগ্নে চলে এসেছে প্রিমিয়ার লিগ। শেষ দিনে একই সময়ে মাঠে নামছে ২০টি দল। তবে লিগ শিরোপার জন্য মাঠে নামবে শুধুমাত্র ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। কিন্তু এই দুই দলের সঙ্গে জড়িয়ে আছে আরও একটি দলের নাম, অ্যাস্টন ভিলা।

যদি আজ রাতে ইতিহাদে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিতে পারে ভিলা আর লিভারপুল যদি উলভারহাম্পটনকে হারাতে পারে তবেই শিরোপা জিতবে অলরেডরা। তাই সিটিকে হারিয়ে লিভারপুলকে উৎসবে মাতাতে সাহায্য করতে চান ভিলা কোচ স্টিভেন জেরার্ড।

লিভারপুলের হয়ে ১৭ মৌসুম খেলেও লিগ জেতা হয়নি জেরার্ডের। ক্লপের দলকে উৎসবে মাতাতে আজ ভূমিকা রাখতে পারেন অলরেডদের এই কিংবদন্তি। পরিসংখ্যান অবশ্য আশাবাদী করছে না লিভারপুল সমর্থকদের। ২০১৫ সালের পর থেকে সর্বশেষ আট ম্যাচে ম্যানসিটির কাছে সবক’টিতেই হেরেছে ভিলা। ২০০৭ সালের পর লিগে জিততেও পারেনি ইতিহাদে।

অতীত না ভেবে নিজেদের সেরাটা খেলতে চান জেরার্ড, ‘আমরা ভিলা আর সমর্থকদের জন্য নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলব। এতে যদি লিভারপুলের লাভ হয়, তাহলে খুবই ভালো। তবে আমরা খেলব দলকে পয়েন্ট জেতাতে। ‘

৩৭ রাউন্ড শেষে ৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। আর সমান ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে লিভারপুল।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর