ন্যাটোর সদস্য হতে তুরস্কের সঙ্গে যোগাযোগ সুইডেন-ফিনল্যান্ডের

আপডেট: May 25, 2022 |
print news

সুইডেন এবং ফিনল্যান্ডের প্রতিনিধিরা ন্যাটোতে যোগদানের জন্য তাদের আবেদনের বিষয়ে আলোচনা করতে বুধবার তুরস্কের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন।

আল জাজিরার খবরে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর পশ্চিমা দেশগুলোর সামরিক জোটে যোগ দিতে দুটি দেশ তাদের আবেদন জমা দেয়। এ আবেদন গ্রহণযোগ্য হতে হলে, অর্থাৎ ওই দুই দেশ ন্যাটোর সদস্য হতে হলে তাদেরকে জোটের ৩০ সদস্যেরই সমর্থন প্রয়োজন হবে।

কিন্তু তুরস্ক তাদের প্রস্তাবে আপত্তি জানিয়েছে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান উভয় দেশের বিরুদ্ধে কুর্দি বিচ্ছিন্নতাবাদী পিকেকে জঙ্গি গোষ্ঠীকে সমর্থন ও আশ্রয় দেয়ার অভিযোগ এনেছেন।

সুইডেন এবং ফিনল্যান্ড ২০১৯ সালে সিরিয়ায় সামরিক আগ্রাসনের পর আঙ্কারার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সিরিয়ায় বেশ কিছু কুর্দি বিচ্ছিন্নতাবাদী সক্রিয় রয়েছে।

কিছু বিশ্লেষক মনে করেন, তুরস্ক ন্যাটোর অন্যান্য সদস্যদের কাছ থেকে ছাড় চাওয়ার জন্য আপত্তি করছে। ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি আশা করেন উভয় পক্ষই তাদের মতভেদ দূর করতে পারবে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর