ইসরাইলের বিরুদ্ধে কার্যক্রম চালাচ্ছে ইরান :ইসরাইলি প্রধানমন্ত্রী

আপডেট: May 29, 2022 |

ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট রোববার বলেছেন, প্রক্সির মাধ্যমে ইসরাইলের বিরুদ্ধে কার্যক্রম চালাচ্ছে ইরান।

এসব কর্মকান্ডের জন্য তাদের শাস্তি পেতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন অবৈধ ইহুদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী।

গত সপ্তাহে রেভ্যুলেশনারি গার্ডের কর্নেল হাসান সাঈদ খোদাই গুলিতে নিহত হন। এ হত্যার দায় ইসরাইলের ওপর দিয়েছে ইরান। এ ঘটনায় তারা প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছে। আর ইরানের হুমকির পর পাল্টা হুমকি দিলেন নাফতালি বেনেট।

বিশ্বব্যাপী ইসরাইলি নাগরিকদের হত্যা করার পরিকল্পনাকারী হিসেবে হাসান সাঈদ খোদাইকে অভিযুক্ত করত ইসরাইল।

কাজ শেষে নিজ বাড়িতে ফেরার পর বাড়ির গেটে তাকে গুলি করে হত্যা করে দুইজন মোটরসাইকেল আরোহী। এর আগে একই কায়দায় ইরানের শীর্ষ নিউক্লিয়ার বিজ্ঞানীকে হত্যা করে। যার দায় ইসরাইলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের ওপর দিয়েছিল ইরান।

এবারও মোসাদের দিকেই সন্দেহের তীর ছুড়েছে ইরান। তবে হাসান সাঈদ খোদাইকে হত্যার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইল।

কিন্তু রোববার মন্ত্রীসভার বৈঠকে ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট উল্টো দাবি করেন ইসরাইল ইরানকে লক্ষ্য করছে। এরফলে ইরানকে ছাড় দেওয়া হবে না।

এ ব্যাপারে বেনেট বলেন, যুগ যুগ ধরে ইরানিয়ান সরকার ইসরাইলের বিরুদ্ধে ও এ অঞ্চলে প্রক্সির মাধ্যমে, গোয়েন্দাদের মাধ্যমে জঙ্গি তৎপরতা চালিয়েছে। কিন্তু অক্টোপাসের মাথা, ইরান নিজে আক্রমণের বাইরে থেকেছে।

তিনি আরও বলেন, আমরা আগেও বলেছি, ইরানকে আক্রমণ করা যাবে না সেই যুগ শেষ। যারা জঙ্গিদের অর্থায়ন করে, যারা জঙ্গিদের অস্ত্র দেয় এবং যারা জঙ্গিদের পাঠায় তাদের পুরো মূল্য দিতে হবে।

সূত্র: আল আরাবিয়া

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর