যুদ্ধক্ষেত্র পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি

আপডেট: May 29, 2022 |
print news

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রথমবারের মতো রাজধানী কিয়েভের বাইরে একটি যুদ্ধক্ষেত্র পরিদর্শন করেছেন। রোববার প্রেসিডেন্টের দপ্তর এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে দপ্তর জানিয়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কি খারকিভ অঞ্চলে যুদ্ধক্ষেত্র পরিদর্শন করেছেন।

 

সেনাদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আমি আপনাদের প্রত্যেককে আপনাদের সেবার জন্য ধন্যবাদ জানাতে চাই। আপনারা আমাদের সবার জন্য এবং রাষ্ট্রের জন্য আপনাদের জীবনের ঝুঁকি নিয়েছিলেন।’

সফরকালে প্রেসিডেন্ট সেনাদের মধ্যে উপহার বিতরণ করেছেন বলে জানানো হয়েছে বিবৃতিতে।

২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে তীব্র লড়াই চলছে। শহরটির দখল নিতে রুশ সেনাদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর