২৪ ঘণ্টায় ইউক্রেনের ৩০০ সেনাকে হত্যার দাবি রাশিয়ার

আপডেট: May 30, 2022 |

ইউক্রেনের পূর্বাঞ্চলের সেভেরোদোনেৎস্ক শহর দখল নিয়ে রাশিয়া-ইউক্রেনের মধ্যে তীব্র লড়াই চলছেই। গেলো ২৪ ঘণ্টায় ঐ অঞ্চলে ইউক্রেনের ৩০০ জনেরও বেশি সেনাসদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। খবর বিবিসির।

রোববার (২৯ মে) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশোঙ্কভ বলেন, বিগত ২৪ ঘণ্টায় ইউক্রেনের সেনাদের হত্যার পাশাপাশি দেশটির সশস্ত্র বাহিনীর প্রায় ৫০টি সামরিক ইউনিট ও বিশেষ সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

তিনি আরও দাবি করেন, ইউক্রেনের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এছাড়াও রুশ বাহিনীর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইউক্রেনের একটি এসইউ-২৫ যুদ্ধবিমানও ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্রিভি রিহ শহরে ইউক্রেনের একটি বড় অস্ত্রাগার ধ্বংস হয়ে গেছে।

অন্যদিকে সেভেরোদোনেৎস্ক শহরের যুদ্ধ নিয়ে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, শনিবার (২৮ মে) রুশ বাহিনী সেভেরোদোনেৎস্ক শহরের বিভিন্ন এলাকায় কামানের মাধ্যমে হামলা চালিয়েছে। দুই পক্ষের মধ্যে লড়াই চলমান বলেও জানান তিনি।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর