রাশিয়ার বিরুদ্ধে ৫ লাখ টন গম চুরির অভিযোগ ইউক্রেনের

আপডেট: May 31, 2022 |

ইউক্রেনের কৃষি বিষয়ক উপমন্ত্রী তারাস ভিসোটস্কি অভিযোগ করেছেন, রাশিয়ান সেনারা ইউক্রেনের যেসব এলাকা নিজেদের দখলে নিয়েছে, সেসব এলাকা থেকে প্রায় পাঁচ লাখ টন গম চুরি করেছে।

আজ সোমবার ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়।

একটি টেলিভিশনে কথা বলার সময় তারাস ভিসোটস্কি বলেন, মস্কো চুরি করা ওই গম মিসর ও লেবাননের কাছে বিক্রির চেষ্টা করেছিল। তবে বৈরুত এবং কায়রো সেগুলো কিনতে অস্বীকৃতি জানিয়েছে।

এদিকে তারাস ভিসোটস্কির এই মন্তব্যের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখায়নি মস্কো। আল-জাজিরাও স্বতন্ত্রভাবে তার এই অভিযোগের ব্যাপারে যাচাই করতে পারেনি।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর