মাঙ্কিপক্স রোগী আরব আমিরাতে তিনজন শনাক্ত

আপডেট: May 31, 2022 |

সারাবিশ্ব করোনা মহামারি থেকে একটু স্বস্তি নিতে না নিতেই, মাঙ্কিপক্স নামের আরও একটি ভাইরাসের মুখোমুখি হতে চলেছে।

সংযুক্ত আরব আমিরাতে গত রোববার তিনজন নতুন ভাবে মাঙ্কিপক্স রোগী সনাক্ত হয়েছে। তবে আমিরাত প্রবাসীরা আশা করছেন আমিরাত সরকার যেভাবে করোনাকে মোকাবেলা করতে, নানা যুগোপযোগী পদক্ষেপ নিয়েছিলো। নতুন এ রোগের ক্ষেত্রেও আমিরাত সরকার যুগোপযোগী পদক্ষেপ নিবেন।

আমিরাতের স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় (MOHAP) থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা অনুসারে, ভ্রমণের সময় সমস্ত সতর্কতা অবলম্বন, প্রচুর ভিড়ের মধ্যে নিরাপদে থাকার অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, মাঙ্কিপক্স একটি ভাইরাস জনিত রোগ এবং কোভিড-১৯ এর সঙ্গে তুলনা করা হলে এটি বেশিরভাগই সংক্রামিত ব্যক্তি বা প্রাণীর মাধ্যমে সংক্রামিত হয়। এটি গর্ভে থাকা শিশুরও হতে পারে।

সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ এ মে প্রথম মাঙ্কিপক্স রোগ শনাক্ত হয়েছিলো। এর আগে এটি পশ্চিম আফ্রিকা থেকে ২৯ বছর বয়সী একজন দর্শনার্থীর মধ্যে শনাক্ত করা হয়েছিলো।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর