রিয়ালকে সেরা ভাবেন না মেসি

আপডেট: May 31, 2022 |

সেরা দল অনেক সময় শিরোপা জেতে না। এমনটাই বলেছেন পিএসজির তারকা লিওনেল মেসি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে এক সাক্ষাৎকারে মেসি বলেন, ইউরোপ সেরা রিয়াল মাদ্রিদ এবারের চ্যাম্পিয়ন্স লিগের সেরা দল ছিল না।

সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। গ্রুপ পর্ব পার করার পর রাউন্ড অব সিক্সিনে মেসির বর্তমান ক্লাব পিএসজিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে রিয়াল মাদ্রিদ। এরপর কোয়ার্টারে চেলসি, সেমিতে সিটি এবং ফাইনালে লিভারপুলকে হারিয়ে রেকর্ড ১৪ বার শিরোপা জেতে রিয়াল। এমন বাঘা বাঘা দলকে হারানোর পরও মেসির মতে রিয়াল মাদ্রিদ এবারের ইউরোপের সেরা দল না।

টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি আগেই বলেছি, টুর্নামেন্টের সেরা দলই যে শিরোপা জিতবে ব্যাপারটা তেমন নয়। চ্যাম্পিয়নস লিগ পুরোপুরি নির্ভর করে বিভিন্ন পরিস্থিতিতে আপনি কী ধরনের খেলা খেলছেন সেটির ওপর। কিছু নির্দিষ্ট মুহূর্ত আছে, যখন আপনাকে উতরে যেতে হবে। কিছু মুহূর্তে আপনার সঙ্গে অন্যের মানসিক লড়াইটা চলবে, সেটি জিততে হবে। ওই সব পরিস্থিতিতে সামান্য ভুলের মাশুল দিতে হয়। ওই পরিস্থিতিগুলো নিয়ে যে দলের প্রস্তুতি সবচেয়ে ক্ষুরধার হবে, চ্যাম্পিয়নস লিগ তারাই জেতে।’

রিয়াল মাদ্রিদ সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স লিগের পিএসজির কাছে প্রথম লেগে হেরে যায় ১-০ গোলে। তবে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ায় তারা। সান্তিয়াগো বার্নাব্যুতে বেনজেমার হ্যাটট্রিকেই সে ম্যাচ ৩–১ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৩–২ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় রিয়াল। রিয়ালের কাছে সেই ম্যাচে হারের পর দলের খেলোয়াড়রা আঘাত পেয়েছেন বলে জানান মেসি। আর্জেন্টাইন তারকা বলেন, ‘রিয়াল সে ম্যাচে আমাদের শেষ করে দিয়েছিল। সে ম্যাচের ফল আমাদের জন্য বিরাট একটা আঘাত ছিল।’

রিয়াল যে কেমন দল তা খুব ভালো করেই জানেন মেসি। দীর্ঘ ২১ বছর তাদের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছেন বার্সেলোনার হয়ে। তবে প্রথম লেগে ন্যূনতম ব্যবধানে জয়ের পর দ্বিতীয় লেগে যে এমন কিছু হতে যাচ্ছে তা জানতেন তিনি। মেসি বলেন, ‘আমি জানি রিয়াল মাদ্রিদ কী জিনিস! আমি জানতাম, এমনটা হতে পারে।’

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর