নিরাপদ সমুদ্রপথ তৈরিতে জেলেনস্কিকে সাহায্যের আশ্বাস এরদোগানের

আপডেট: May 31, 2022 |
print news

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে কৃষিপণ্য রপ্তানির জন্য নিরাপদ সমুদ্রপথ তৈরিতে সাহায্য করার আশ্বাস দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

সোমবার ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপকালে তুরস্কের প্রেসিডেন্ট এ আশ্বাস দেন। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, এরদোগানের কার্যালয় জানিয়েছে ইস্তানবুলে একটি পর্যবেক্ষণ কার্যালয় বানানোর বিষয়টিকেও স্বাগত জানানো হবে। যেখান থেকে কিয়েভ, মস্কো ও জাতিসংঘের সব কিছু পর্যবেক্ষণ করা হবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বন্দর থেকে শস্য রপ্তানির ব্যবস্থা করে দিতে প্রস্তুত আছেন বলেও জানিয়েছে এরদোগানের কার্যালয়।

রাশিয়ার আক্রমণের পর থেকে কৃষ্ণসাগর হয়ে লাখ লাখ টন খাদ্যশস্য রপ্তানি করতে পারছে না ইউক্রেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর