ধারণার চেয়েও বেশি ক্ষতিকর তামাকশিল্প: ডাব্লিউএইচও

আপডেট: June 1, 2022 |

যতটা ধারণা করা হয়, তার চেয়ে অনেক বেশি ক্ষতিকর তামাকশিল্প। এ শিল্প বিশ্বের বৃহত্তম দূষণকারী খাতগুলোর অন্যতম। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।

ডাব্লিউএইচও বলছে, একদিকে তামাকশিল্প থেকে তৈরি হচ্ছে বিপুল পরিমাণের বর্জ্য, অন্যদিকে এটি ভূমিকা রাখছে বৈশ্বিক উষ্ণায়নে।

সংস্থাটির অভিযোগ, তামাক শিল্পের কারণে ব্যাপক পরিসরে বনভূমি উজাড়ের ঘটনা ঘটছে, দরিদ্র রাষ্ট্রগুলোর খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় জমি ও পানির ব্যবহার বদলে যাচ্ছে, উৎপন্ন হচ্ছে প্রচুর প্লাস্টিক বর্জ্য এবং কোটি কোটি টন কার্বন নিঃসরিত হচ্ছে।

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে প্রকাশিত ওই প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তামাকশিল্পকে এগুলোর জন্য দায়ী করার এবং ক্ষয়ক্ষতির জন্য তাদের কাছ থেকে অর্থ নেওয়ার আহ্বান জানিয়েছে।

‘তামাক : বিষাক্ত করছে আমাদের পৃথিবীকে’ শীর্ষক ওই প্রতিবেদনে তামাকসংশ্লিষ্ট প্রভাবের সম্পূর্ণ চক্র তুলে ধরা হয়েছে। একেবারে তামাক চাষ থেকে শুরু করে তামাকজাত পণ্যের উৎপাদন, ভোগ ও বর্জ্য সব নিয়েই আলোচনা করা হয়েছে।

প্রাপ্ত ফলাফল ‘বেশ বিধ্বংসী’ বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য প্রচার বিভাগের পরিচালক রয়ডিগের ক্রেচ। তিনি বলেন, ‘তামাকশিল্প আমাদের পরিবেশে বিষাক্ত বর্জ্য ছড়াচ্ছে এবং প্রাকৃতিক সম্পদ গ্রাস করছে। … তামাক শুধু মানুষকে নয়, আমাদের পৃথিবীকেও বিষাক্ত করছে। ’

প্রতিবেদনে উল্লিখিত তথ্যানুসারে, তামাকের কারণে প্রতিবছর প্রায় ৬০ কোটি গাছ কাটা পড়ে, যা বৈশ্বিক মোট বনভূমি উজাড়ের ৫ শতাংশ। এ ছাড়া প্রতিবছর তামাক চাষ ও উৎপাদনে দুই লাখ হেক্টর জমি এবং দুই হাজার দুই শ কোটি টন পানির অপচয় হয়। তামাকশিল্প থেকে কার্বন নির্গত হয় প্রায় আট কোটি ৪০ লাখ টন।

ক্রেচ জানান, তামাকজাত পণ্য পৃথিবীর সবচেয়ে বেশি আবর্জনা সৃষ্টিকারী দ্রব্য। প্রতিবছর প্রায় ৪৫ লাখ সিগারেটের গোড়া বা অবশিষ্টাংশের ঠাঁই হয় সমুদ্র, নদী, রাস্তার পাশে ও সমুদ্রসৈকতে, যেগুলোর একেকটি বছরে প্রায় এক শ লিটার পানিকে দূষিত করতে সক্ষম।

ক্রেচ আরো জানান, তামাক চাষিদের এক-চতুর্থাংশ কথিত ‘গ্রিন টোব্যাকো সিকনেস’ শীর্ষক বিষক্রিয়ার শিকার হয়। সারা দিন তামাক পাতা নিয়ে কাজ করতে গিয়ে তাদের শরীরে দৈনিক প্রায় ৫০টি সিগারেটের সমপরিমাণ নিকোটিন প্রবেশ করে। তামাক চাষের সঙ্গে সংশ্লিষ্ট শিশুদের প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই পরিচালক বলেন, ‘একবার শুধু ভাবুন যে ১২ বছর বয়সী কেউ একজন দিনে ৫০টি সিগারেটের সমপরিমাণ ক্ষতির শিকার হচ্ছে। ’

বেশিরভাগ তামাকই দরিদ্র দেশগুলোতে চাষ করা হয়, যেখানে প্রায়ই কৃষিজমি ও পানির সংকট দেখা যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অনেক সময়ই সেখানে গুরুত্বপূর্ণ খাদ্যদ্রব্যের বদলে তামাক চাষ করা হয়। সূত্র : এএফপি

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর