পিএসজিতে মেসিদের সঙ্গেই থাকছেন মেন্ডেস

আপডেট: June 2, 2022 |
print news

পর্তুগালের নুনো মেন্ডেসের সঙ্গে একটি স্থায়ী চুক্তি সম্পন্ন করেছে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মঙ্গলবার (৩১ মে) আনুমানিক ৪০ মিলিয়ন ইউরোর সুযোগ রেখে এই চুক্তি সম্পাদিত হয়েছে।

এই চুক্তির সুবাদে ২০২৬ সাল পর্যন্ত পিএসজিতে কাটাবেন ১৯ বছর বয়সী এই ডিফেন্ডার। স্পোর্টিং লিসবন থেকে ধারের খেলোয়াড় হিসেবে আগের মৌসুম পিএসজিতে এসেছিলেন মেন্ডেস।

এরপর থেকে ক্লাবের হয়ে ৩৭টি ম্যাচে অংশ নিয়ে নিজেকে প্রমাণ করেছেন মেন্ডেস। পার্ক দেস প্রিন্সেসে এখন তিনি লেফট ব্যাকে মুল একাদশে প্রথম পছন্দের খেলোয়াড়।

লিগ ওয়ানের বর্ষ সেরা একাদশে পিএসজির যে চারজন খেলোয়াড় স্থান পেয়েছেন, তাদের মধ্যে এই টিনএইজ তারকাও আছেন। বাকীরা হলেন জিয়ানলিউজি ডোনারুমা, মারকুইনহোস ও কিলিয়ান এমবাপে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর