সেনাবাহিনী সীতাকুণ্ডে বিস্ফোরণ উদ্ধারকাজে সহায়তা করবে

আপডেট: June 5, 2022 |

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন ১৩ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে অগ্নিনির্বাপণ ও উদ্ধার তৎপরতায় কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট। এবার তাদের সঙ্গে যোগ দেবে সেনাবাহিনী।

রবিবার সকালে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনায় ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নিতে সেনাবাহিনীর একটি বিশেষ দক্ষ টিম আসছে। এই টিমে ১৫০ থেকে ২০০ সেনা সদস্য থাকবেন।

বিভাগীয় কমিশনার বলেন, কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে এসে পৌঁছাবে।

এর আগে, শনিবার রাত ১১ টায় লাগা এ আগুন দীর্ঘ ১৩ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মী। এছাড়া অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও চার শতাধিক। হতাহতদের মধ্যে ডিপোর শ্রমিক, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও রয়েছেন।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর