রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট: June 5, 2022 |
print news

রাজধানীর মিরপুর ১০ নম্বরের সড়ক অবরোধ করে রেখেছেন পোশাক শ্রমিকরা। এতে সকালে দুর্ভোগ পোহাতে হচ্ছে অফিসগামীদের যাত্রীদের।

তবে কি কারণে তারা সড়ক অবরোধ করেছেন তারা তা প্রাথমিকভাবে জানা যায়নি। এদিকে ঘটনাস্থলের পাশেই পুলিশের জলকামান নিয়ে প্রস্তুত থাকতে দেখা গেছে।

এর আগে শনিবার বিকেল তিনটার পরে বেতন ভাতা বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। সেসময় সড়ক অবরোধে অংশ নিয়েছিলেন মৌসুমী গার্মেন্টস, তামান্না গার্মেন্টস, হামিমসহ আরও পাঁচ সাতটা গার্মেন্টসের শ্রমিকরা। সেসময় দাবি না মানা পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবেন বলে জানিয়ে ছিলেন তামান্না গার্মেন্টসের সালমা খাতুন।

অবরোধের বিষয়ে সালমা খাতুন বলেছিলেন, আমরা বহুবার অফিসের স্যারদের অনেক ভাবে বুঝিয়েছি- চাল, ডাল, তেলের দাম ও ঘরভাড়া বেড়ে যাওয়ায় আমরা পরিবার নিয়ে চলতে পারছি না। আমাদের বেতন কিছু বাড়িয়ে দেয়া হোক। কিন্তু তারা আমাদের কথা মানতে রাজি না। ন্যায্য পাওনা না পাওয়ার কারণে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

তিনি আরও বলেছিলেন, এর আগেও একদিন রাস্তায় নেমেছিলাম। সেদিন আমাদের আশ্বাস দেয়া হয়েছিলো, কিন্তু আজও পর্যন্ত কাজ হয়নি। তাই আবার এই এলাকার সব গার্মেন্টসের শ্রমিক একসঙ্গে রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর