সীতাকুণ্ডে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

আপডেট: June 5, 2022 |
print news

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা তদন্তে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ রবিবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য জানান।

এক অফিস আদেশে বলা হয়, সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল মো. রেজাউল করিমকে কমিটির প্রধান করা হয়েছে। সদস্য সচিব করা হয়েছে চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. আনিসুর রহমানকে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি একটি কনটেইনার ডিপোতে আগুনের পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর