জাতিসংঘে হাই রিপ্রেজেন্টিটিভ হলেন রাবাব ফাতিমা

আপডেট: June 10, 2022 |
print news

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমাকে ‘হাই রিপ্রেজেন্টিটিভ’ বা উচ্চ প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বৃহস্পতিবার (৯ জুন) জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে নিয়োগের বিষয়টি জানানো হয়।

ফাতিমা স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ এবং ক্ষুদ্র দ্বীপ দেশগুলোতে (ইউএন-ওএইচআরএলএলএস) এ পদে দায়িত্ব পালন করবেন।

বর্তমানে রাবাব ফাতিমা নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ক্যানবেরা থেকে সামাজিক বিজ্ঞানে স্নাতকের পর যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের টাফটস ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৮৯ সালে কূটনেতিক পেশা শুরু করেন ফাতিমা।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর