জন্মদিনে অন্তঃসত্ত্বা সোনমের ছবি ভাইরাল

আপডেট: June 10, 2022 |
print news

বলিউড তারকা সোনম কাপুরের জন্মদিন বৃহস্পতিবার ৯ জুন। জন্মদিনে অন্তঃসত্ত্বা এই অভিনেত্রীর ফটোশ্যুটের একটি ছবি ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। যেখানে অন্তঃসত্ত্বা এই নায়িকা তার স্ফীত উদরে হাত রেখে অন্যরকম এক সাজে দাঁড়িয়ে রয়েছেন।

বলিউডের দুই খ্যাতনামী পোশাক ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলা সোনমের ছবি শেয়ার করে লিখেছিলেন দীর্ঘ শুভেচ্ছাবার্তা।

সোনম এখন গর্ভাবস্থার তৃতীয় ধাপে এসে পড়েছেন। আনন্দ অহুজা এবং সোনমের কোল আলো করে কিছু দিনের মধ্যেই এসে পড়বে তাদের ঈস্খথম সন্তান। সম্প্রতি সন্তান আগমন উদ্যাপনে তাসকানি ডসয়েছিলেন এই দম্পতি। সূত্র: আনন্দবাজার

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর