সৌদি আরবে ক্ষমতাশালী হয়ে উঠছেন নারীরা

আপডেট: June 11, 2022 |
print news

রক্ষণশীল সৌদি আরবে ক্রমেই ক্ষমতাশালী হয়ে উঠছেন নারীরা। এর পেছনে চেঞ্জ মেকার হিসেবে দায়িত্ব পালন করছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। পাঁচ বছরেই তিনি বদলে দিয়েছেন সৌদি আরবকে।

সৌদি আরবের মোট জনসংখ্যার অর্ধেক নারী। পশ্চিমাদের সঙ্গে তাল মেলাতে ২০৩০ সালের মধ্যে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে রক্ষণশীল দেশটি।

নারীর ক্ষমতায়নে এরই মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে সেখানে। সৌদি সরকারের সর্বোচ্চ পরিষদ সূরা কাউন্সিলসহ গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন নারীরা। এ ছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন পদে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন তারা।

বিভিন্ন সংস্থার জরিপে দেখা গেছে গত পাঁচ বছরে কর্মসংস্থানের ২২ শতাংশ দখলে নিয়েছেন সৌদি নারীরা। ভবিষ্যতে এ হার আরো বাড়বে বলে আভাস পাওয়া গেছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর