পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট: June 11, 2022 |
print news

শেরপুরের ঝিনাইগাতীতে পানিতে ডুবে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত শিশুটির নাম দিয়া মনি। শুক্রবার (১০ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সারি কালিনগর বালুরচর এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দিয়া মনি ওই এলাকার রফিকুল ইসলামের মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক জানান, শুক্রবার দুপুর ২টার দিকে দিয়া মনি বাড়ির উঠানে খেলা করছিলো। হঠাৎ সবার অজান্তে পাহাড়ি ঢলে নেমে আসা বন্যার পানিতে পড়ে যায় শিশুটি। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেও শিশুটিকে কোথাও পায়নি। এক পর্যায়ে বাড়ির পাশের ডোবার পানি থেকে দিয়া মনির মরদেহ উদ্ধার করা হয়।

ঝিনাইগাতী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর