সংগীতশিল্পী কুদ্দুস বয়াতির মা আর নেই

আপডেট: June 11, 2022 |
print news

বাংলাদেশের লোকগানের জনপ্রিয় সংগীতশিল্পী কুদ্দুস বয়াতির মা আমেনা খাতুন আর নেই।

আজ শনিবার দুপুর ২টার দিকে তিনি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। কুদ্দুস বয়াতি ফেসবুক পেইজে মায়ের মৃত্যু সংবাদ জানিয়ে আজ একটি স্ট্যাটাস দিয়েছেন।

বার্ধক্যজনিত কারণে মায়ের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কুদ্দুস বয়াতি। তিনি গণমাধ্যমকে বলেন, ‘গত ১৫ বছর ধরে আমার মা অসুস্থ। হাঁটতে পারতেন না। গত ছয় মাস একেবারে অচলাবস্থা ছিল। আজ দুপুর ২টায় মা ইন্তেকাল করেন।’

আমেনা খাতুনের বয়স ১০০ বছরের বেশি বলে জানান কুদ্দুস বয়াতি। তার বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নে। সেখানেই পারিবারিক কবরস্থানে মাকে দাফন করবেন বলে জানান শিল্পী। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে জানাজা।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর