পদ্মা সেতু নির্মাণে জড়িত সবার সঙ্গে ছবি তুলবেন প্রধানমন্ত্রী

আপডেট: June 14, 2022 |

পদ্মা সেতু নির্মাণে জড়িত সবার সঙ্গে ছবি তুলবেন প্রধানমন্ত্রী। দেশের বৃহত্তম এই অবকাঠামো নির্মাণে ব্যবহৃত সব যন্ত্রপাতি, সংরক্ষণ করা হবে জাদুঘরে।

একনেক সভায় এমন নির্দেশনা ও ইচ্ছার কথা জানান সরকারপ্রধান। হাওর ও দেশের নিম্নাঞ্চলে উড়ালসড়ক নির্মাণের ওপর, আবারো জোর দিয়েছেন তিনি।

পদ্মা সেতু, নিজস্ব অর্থায়নে বড় প্রকল্প আর সাহসের নাম। আর কয়েক দিন পরই যা খুলে দেয়া হচ্ছে যান চলাচলের জন্য।

বড় এ প্রকল্প বাস্তবায়নে কাজ করেছেন কয়েক হাজার শ্রমিক। আছেন দেশি-বিদেশি ব্যক্তি ও সংশ্লিষ্ট সরকারের দপ্তর। তাদের সবার সঙ্গে ছবি তুলে, স্মৃতি রাখতে চান প্রধানমন্ত্রী। একনেক বৈঠকে সেতু নিয়ে ষড়যন্ত্রের বিশদও জানান সরকারপ্রধান।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, অপমানের জবাবের এ সেতুতে ব্যবহার হওয়া যন্ত্রপাতি সংরক্ষণ হবে জাদুঘরে। সেতুর ব্যয় বেড়েছে, এটি সাদা চোখে সত্য হলেও, সরকারের বক্তব্য, মূল্যস্ফীতি বিবেচনায় ব্যয় ঠিকই আছে।

হাওর ও দেশের নিচু এলাকায় উড়ালসড়ক গড়ার পথে এগুচ্ছে সরকার। একনেকের বৈঠকে, এ বিষয়টির ওপর আবারো গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে, ১০ হাজার ৮৫৫ কোটি টাকা ব্যয়ে, ১০টি প্রকল্প অনুমোদন পেয়েছে।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর