দারফুরে যুদ্ধে মৃতের সংখ্যা ১২৫ ছাড়িয়েছে

আপডেট: June 15, 2022 |

জাতিসংঘ মঙ্গলবার জানিয়েছে, সুদানের অশান্ত দারফুর অঞ্চলে আরব ও অনারব গোষ্ঠীর মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে নিহতের সংখ্যা ১২৫ ছাড়িয়েছে।

পশ্চিম দারফুর রাজ্যের রাজধানী এল জেনিনা থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে কোলবাস অঞ্চলে ৬ জুন আরব রিজিগাট এবং অ-আরব গিমির উপজাতির মধ্যে সর্বশেষ লড়াই শুরু হয়।

রিজিগাট ও গিমির গোষ্ঠীর দুই ব্যক্তির মধ্যে একটি জমি নিয়ে বিরোধের জের ধরে দুটি উপজাতির অন্য সদস্যরা ব্যাপক সহিংসতায় জড়িয়ে পড়ে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের অফিসের প্রতিবেদনে বলা হয়, ৬ জুন থেকে ১১ জুনের মধ্যে, ‘সংঘাতের কারণে ১২৫ জনেরও বেশি লোক নিহত হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছে।’

জাতিসংঘ বলছে, গিমির সম্প্রদায়ের ১০১ জন এবং রিজিগাটের ২৫ জন নিহত হয়েছে।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর