আদমজী ইপিজেডে ভয়াবহ আগুন

আপডেট: June 17, 2022 |
print news

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ভেতরে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

ইপিজেডের ভেতরে নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টের পাইলিংয়ের কাজ করার সময় গ্যাস লাইন ফেটে গিয়ে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুনের লেলিহান শিখা এত উপরে উঠে যে ৩ কিলোমিটার দূর থেকে দেখা গেছে। অনেকেই দুর থেকে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমও আগুন লাগার ভিডিও আপলোড করেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আগুন কোন ফ্যাক্টরিতে নয় গ্যাস লাইনে লেগেছে। আমাদের ইপিজেড, হাজীগঞ্জ ও মন্ডলপাড়া স্টেশনের তিনটি ইউনিট ইতোমধ্যে আগুন নেভাতে কাজ করছে। আগুনের সূত্রপাত পরে বলা যাবে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর