সাতক্ষীরায় মোটরসাইকেলে অ্যাম্বুলেন্সের ধাক্কা, নিহত ২

আপডেট: June 18, 2022 |

সাতক্ষীরায় মোটরসাইকেলে অ্যাম্বলেন্সের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা বিসিক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরা পৌরসভার পলাশপোল এলাকার মৃত শাহ আব্দুল কাদেরের ছেলে বজলুর রহমান এবং পলাশপোল এবিখান পেট্রোল পাম্প এলাকার মৃত মঈন ড্রাইভারের ছেলে আব্দুস সালাম।

এছাড়া আহত হয়েছেন সাতক্ষীরা নিউমার্কেট এলাকার বুলবুল আহমেদের ছেলে হাফিজুর রহমান। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতরা তিনজনই ব্যবসায়ী ও পরস্পরের বন্ধু বলে জানা গেছে।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারী দুঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজলুর রহমান, আব্দুস সালাম ও হাফিজুর রহমান ব্যক্তিগত কাজ শেষে পাটকেলঘাটা থেকে মোটরসাইকেলে করে সাতক্ষীরায় ফিরছিলেন। বিনেরপোতা এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি অ্যাম্বুলেন্স তাদের ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বজলুর রহমান মারা যান। চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালামের মৃত্যু হয়। এছাড়া হাফিজুর রহমান বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর