চুয়াডাঙ্গায় বজ্রপাতে নিহত ১

আপডেট: June 18, 2022 |
print news

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম আব্দুর রহিম জোয়ার্দ্দার। শুক্রবার (১৭ জুন) বিকেলে উপজেলার ফরিদপুর গ্রামের বাগানদোপ মাঠে এ ঘটনা ঘটে।

আব্দুর রহিম জোয়ার্দ্দার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের খোকা জোয়ার্দ্দারের ছেলে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিকেলে গ্রামের বাগানদোপ মাঠে আব্দুর রহিম জোয়ার্দ্দার জমিতে কৃষিকাজ করতে যান। এ সময় ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সন্ধ্যায় পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এরপর মরদেহ উদ্ধার করা হয়।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর