দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক লাইফ লাইন পদ্মা সেতু: স্পিকার

সময়: 4:13 pm - June 18, 2022 | | পঠিত হয়েছে: 2 বার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, পদ্মাসেতু দেশের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য অর্থনৈতিক লাইফ লাইন রূপে কাজ করবে।

শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটি এ সেমিনারের আয়োজন করে।

স্পিকার বলেন, পদ্মাসেতু আঞ্চলিক বাণিজ্য, দক্ষিণ এশিয়ায় সংযোগ, শিল্পাঞ্চল গড়ে ওঠা, কৃষি সম্প্রসারণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ষড়যন্ত্র ও বিশ্ব ব্যাংকের ভিত্তিহীন অভিযোগ উপেক্ষা করে প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করেছেন। পদ্মাসেতু বাংলাদেশের বহুমাত্রিক ক্ষেত্র সৃষ্টি করেছে।

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের সভাপতিত্বে সেমিনারে অংশ নেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, অর্থনীতিবিদ ড. এম খলিকুজ্জামান, সাবেক প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান প্রমুখ।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর