আজ পদ্মা সেতুর অবদান নিয়ে সেমিনার করবে আ.লীগ

আপডেট: June 22, 2022 |
print news

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে পদ্মা সেতুর অবদান নিয়ে সেমিনারের আয়োজন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি।

আজ বুধবার (২২ জুন) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ওই সেমিনার অনুষ্ঠিত হবে।

‘বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে পদ্মা সেতুর অবদান’ শীর্ষক ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়া মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. আবুল বারাকাত।

সেমিনারে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সাহাব উদ্দিন চুপ্পু। এছাড়া উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে অন্যদের মধ্যে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. খান মাহমুদ আমানত, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক ড. জামাল উদ্দিন আহমেদ প্রমুখ।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর