সড়ক দুর্ঘটনায় রাজধানীতে যুবকের মৃত্যু

আপডেট: June 26, 2022 |
print news

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছেন। ঘটনার সময় মোটরসাইকেলে থাকা রাব্বি নামে অপর এক যুবক আহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিরাজুল ইসলাম শাওন (২৩) শাওন শরীয়তপুর জেলার সিরাজ মিয়ার ছেলে। তিনি সবুজবাগ মায়াকানন মঞ্জু কমিশনার গলি এলাকায় একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

নিহতের স্বজনেরা জানান, বাসায় ফেরার জন্য মোটরসাইকেলযোগে সবুজবাগের দিকে যাচ্ছিলেন শাওন। খিলগাঁও ফ্লাইওভারের ঢালে সড়ক দুর্ঘটনায় তারা আহত হন। পরে শাওন হাসপাতালে মারা যান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাটি সবুজবাগ থানাকে অবগত করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর