ফুচকা নিষিদ্ধ হলো নেপালের এক শহরে

আপডেট: June 28, 2022 |
print news

জনপ্রিয় সুস্বাদু মুখরোচক খাবার ফুচকার ওপর এবার নিষেধাজ্ঞা দিল নেপালের একটি শহর।

শনিবার থেকে দেশটির চতুর্থ জনবহুল শহর ললিতপুর মেট্রোপলিটন সিটিতে (এলএমসি) এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম মাইরেপ্লিকা।

এলএমসিতে ফুচকার সঙ্গে বিক্রি ও বিতরণ নিষিদ্ধ করা হয়েছে পানিপুরিও। এর পেছনে কারণ হিসেবে বলা হয়েছে, এরই মধ্যে শহরে ১২ জন কলেরা আক্রান্ত হয়েছেন। ফুচকার জলে পাওয়া গেছে কলেরার ব্যাকটেরিয়া।

মিউনিসিপ্যাল পুলিশ প্রধান সীতারাম হাচেথু জানান, জনবহুলসহ বিভিন্ন এলাকায় ফুচকা বিক্রি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

তিনি বলেন, শহরে কলেরা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। কাঠমাণ্ডু ভ্যালিতে ৭ জন কলেরায় আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এপিডেমিওলজি অ্যান্ড ডিজিজ কন্ট্রোল বোর্ডের পরিচালক চুমনলাল দাস বলেন, কাঠমাণ্ডুতে কলেরার পাঁচটি এবং চন্দ্রগিরি মেট্রোপলিটন এবং বুধনীলকান্ত মেট্রোপলিটনে একজন করে আক্রান্ত শনাক্ত করা হয়েছে।

তিনি জানান, আক্রান্তরা টেকুর শুকরাজ ট্রপিক্যাল ও ইনফেকসিয়াস ডিজিস হাসপাতালে চিকিৎসাধীন। রাজধানীর বিভিন্ন এলাকায় কলেরার পাঁচ রোগীর তথ্য পাওয়া গেছে। দুইজন আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কলেরার উপসর্গ দেখা দিলে সবাইকে দ্রুত পাশ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার জন্য জনগণকে অনুরোধ করা হয়েছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর