পাম অয়েল মিলারদের কার্যক্রম শুরু করার অনুরোধ

সময়: 10:39 am - June 29, 2022 | | পঠিত হয়েছে: 3 বার

ভোজ্যতেলের ব্যাপক মূল্য হ্রাসে মিলে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিয়েছেন মালয়েশিয়ার মিলাররা। শিগগিরই তাদের ফের পাম অয়েল উৎপাদন শুরু করতে অনুরোধ জানিয়েছে দেশটির সরকার।

প্লান্টেশন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কম্মোডিটিজ ডেপুটি মন্ত্রী দাতুক সেরি ড. উই জেক সেং বলেন, মিলে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়ায় নতুন করে পাম ফল কিনছেন না মিলাররা। ফলে মজুতের ওপর প্রভাব পড়ছে। এছাড়া ক্ষুদ্র চাষিদের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে।

তিনি বলেন, ইতোমধ্যে আমরা অভিযোগ পেয়েছি, চাষিদের কাছ থেকে নতুন করে পাম ফল কিনছেন না মিলাররা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র চাষিরা। কারণ, তাজা ফলটি বেশিক্ষণ সতেজ থাকে না। এটি পচে বা নষ্ট হয়ে যায়।

ড. সেং বলেন, মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডকে (এমপিওবি) এ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছি আমরা। দেশের প্রধান সংস্থা এ শিল্প পর্যবেক্ষণ করছে। শিগগির মিলারদের সঙ্গে বৈঠক হবে।

চলতি জুনে মালয়েশিয়ান অপরিশোধিত পাম অয়েলের বিশাল দরপতন ঘটেছে। মাসিক হিসাবে ১৩ বছরের মধ্যে যা সর্বনিম্ন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর