পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের চাপ কমেছে

আপডেট: June 29, 2022 |

বিশৃঙ্খল পরিস্থিতির কারণে যানবাহন চালুর প্রথম দিনেই পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ করার ঘোষণা এসেছে সরকারের পক্ষ থেকে। এরপর থেকে সেতুর মাওয়া প্রান্তের টোলপ্লাজায় যানবাহনের চাপ অনেকটাই কমতে দেখা গেছে। মোটরসাইকেল নিষিদ্ধ হওয়ার পর থেকে ছোট যানবাহন এবং বাসের সংখ্যাও ছিল কম।

যানবাহন চালুর প্রথম দিনেই সেতুর ওপর মোটরসাইকেল দুর্ঘটনার পর থেকে সেতু কর্তৃপক্ষ, পুলিশ, সেনাবাহিনী এবং জেলা ম্যাজিস্ট্রেটের কার্যক্রম আরও জোরদার এবং কঠোর হয়েছে। টোলপ্লাজা এলাকায় সেতুর উপরে টহল জোরদার করা হয়েছে। চাপ কম থাকায় টোলপ্লাজায় কোনোরকম অপেক্ষা ছাড়াই টোল দিয়ে সেতু পার হতে পারছে সকলে।

এদিকে গত দুদিন কিছু সংখ্যক মোটরসাইকেল আরোহী সেতুতে উঠতে যনা পেরে পিকআপ ভ্যানে করে মোটরসাইকেল নিয়ে সেতু পাড়ি দিচ্ছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, মোটরসাইকেল ব্রিজের উপরে চলাচলে বিধিনিষেধ আসায় এখন পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পার হচ্ছে না। যানবাহনের সংখ্যা কমলেও খুব যে কম চলাচল করছে এটাও বলা যাবে না। সাধারণ পরিবহন, বাস, দূরপাল্লার বাস, ট্রাক, মিনিবাস, পিকআপ সবই চলাচল করছে সেতুর ওপর দিয়ে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর