বিএসএমএমইউয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক প্রশিক্ষণ

সময়: 7:02 pm - July 4, 2022 | | পঠিত হয়েছে: 4 বার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের মিলনায়তনে এর আয়োজন করে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল ও শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়ন কমিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, শুদ্ধাচার হলো কথা দিয়ে কথা রাখা, যার যার কাজ সঠিকভাবে পালন করা, যখন যেখানে যাওয়ার কথা সেখানে সঠিক সময়ে যাওয়া ও মিথ্যা না বলা বা বিশৃঙ্খলা সৃষ্ট না করা। আমরা যদি সবাই এসব মেনে চলে নিজেদের পাশাপাশি আমাদের এ বিশ্ববিদ্যালয়ও আরো এগিয়ে যাবে।

প্রশিক্ষাণ কর্মশালায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েলর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এতে সঞ্চালনা করেন বঙ্গবন্ধু রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার ও সভাপতিত্ব করেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ডা. জেসমিন বানু।

Share Now

এই বিভাগের আরও খবর