রাজধানীতে আজ থেকে বসবে কোরবানির পশুর হাট

আপডেট: July 6, 2022 |
print news

আজ (বুধবার) থেকে রাজধানীতে বসবে কোরবানির অস্থায়ী পশুর হাট।তবে গত কয়েকদিন ধরেই পশু আসতে শুরু করেছে হাটগুলোতে। যদিও এখন পর্যন্ত কেনাবেচা শুরু হয়নি। আজ থেকে বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে হাটের নিরাপত্তায় বসানো হয়েছে পুলিশ কন্ট্রোলরুম।

নানা রঙ আর আকারের এসব বাহারি গরু নিয়ে ক্রেতার অপেক্ষায় আছেন ব্যাপারীরা। রাজধানীর ২১টি পশুর হাটে দেশের নানা প্রান্ত থেকে পশু নিয়ে এসেছেন তারা। অপেক্ষা এখন ক্রেতার। তবে এখনো জমে ওঠেনি পশুর হাট। হাটে কোরবানির পর্যাপ্ত পশু থাকলেও ক্রেতাদের উপস্থিতি তেমন চোখে পড়েনি। এখনো ঈদের পাঁচদিন বাকি থাকায় হাটে পছন্দ মতো পশু ও দাম যাছাই করছেন ক্রেতারা।

তবে ভিন্ন চিত্রও দেখা মিলেছে হাটে। রাজধানীতে ঝক্কি-ঝামেলা এড়াতে আগে ভাগে অনেককে পছন্দের পশু কিনতেও দেখা গেছে। হাট সংশ্লিষ্টরা বলছেন, সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, আজ থেকে বিক্রি শুরু হবে।

এবারের ২১টি কোরবানির হাটে নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর পুলিশ। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ক্রেতা বিক্রেতাদের সুবিধার্তে হাটে ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করেছে বিভিন্ন ব্যাংক।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর