সেমিফাইনালে উঠলেন জোকোভিচ

এবারের উইম্বলডনে দাপট বজায় রেখেছেন সার্বিয়ান টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচ। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ইতালির জ্যানিক সিনারের বিপক্ষে ৫-৭, ২-৬, ৬-৩, ৬-২, ৬-২ ব্যবধানে জয় পেয়েছেন তিনি। সেমিতে তিনি মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের ক্যামেরন নুরির।
সিনারের বিপক্ষে জোকোভিচের হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রথম দুটি সেটে সার্বিয়ান তারকা হেরেও বসেন। কিন্তু পরের তিন সেটে জিতে শেষ চার নিশ্চিত করেন তিনি। এই নিয়ে উইম্বলডনে ১১ বার সেমিফাইনালে উঠলেন ৩৫ বছর বয়সী টেনিসার। চলতি বছরে এটাই তার শেষ গ্র্যান্ড স্ল্যাম হতে যাচ্ছে।
সেন্টার কোর্ট অ্যারেনায় ম্যাচের শুরুতে সবাইকে অবাক করে দুটি সেট জিতে নেন জ্যানিক। ম্যাচের শুরুতেই স্কোর লাইন ছিল ৫-৭, ২-৬। ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ডে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও শেষ পর্যন্ত হার মানতে হয় তাকে। জোকোভিচও ভুলের পরিমাণ কমিয়ে ম্যাচে জায়গা করে নেন।
এরপর নিজের ধারাবাহিকতা বজায় রেখে কামব্যাক করেন জকোভিচ। স্রেফ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ম্যাচ জেতেন তিনি। তৃতীয় সেটে মাত্র দু’বার আনফোর্সড এরর ছিল জোকারের। সেই সেট তিনি ৬-৩ ব্যবধানে জিতে যান। পরের দুই সেটে জোকারের খেলার ফল তার পক্ষেই ৬-২, ৬-২।