শাহজালালে দুই বিমানের সংঘর্ষ, তিন কর্মকর্তা বরখাস্ত

আপডেট: July 8, 2022 |

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি উড়োজাহাজের সংঘর্ষের ঘটনায় মুখ্য প্রকৌশলীসহ বিমানের ৩ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তারা হলেন- মুখ্য প্রকৌশলী মো. হারুন-উর-রশিদ চৌধুরী, প্রকৌশল কর্মকর্তা শাহ হক নেওয়াজ ও জুনিয়র টেকনিক্যাল কর্মকর্তা নুরুল আলম।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিমানের গঠন করা ৪ সদস্যের তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। পরিপূর্ণ তদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিমানের এক আদেশে বলা হয়, বিমানের চিফ অব ফ্লাইট সেফটি ক্যাপ্টেন এনামুল হক তালুকদারের নেতৃত্বে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ অনুযায়ী দায়ীদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ৩ জুলাই রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি বোয়িং উড়োজাহাজ এর সংঘর্ষে বিমান দুটির ডানা ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এবং অন্যটি বোয়িং ৭৩৭।

সেদিন রাতে বিমানের একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায়। রাত ৯টার দিকে বিমানটিকে রুটিন রক্ষণাবেক্ষণের জন্য হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়। একটি বোয়িং ৭৩৭ সেসময় হ্যাঙ্গারে ছিল।

ড্রিমলাইনার টি হ্যাঙ্গারে ঢোকানোর সময়, বোয়িং ৭৩৭ এর ডানার সঙ্গে সংঘর্ষ হয়। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, সতর্কতা ও উন্নত রক্ষণাবেক্ষণের মাধ্যমে এই ঘটনা এড়ানো যেত।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর