দেশবাসীকে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

আপডেট: July 10, 2022 |
print news

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী সবাইকে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ৩৭ সেকেন্ডের এই ভিডিও বার্তাটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচার করা হয়েছে। বিটিভির ফেসবুক পেজেও ভিডিওবার্তাটির লিঙ্ক দেয়া হয়েছে।

এছাড়া বিভিন্ন মোবাইল অপারেটরের মাধ্যমে অডিও কলেও প্রধানমন্ত্রীর রেকর্ড করা এই বার্তাটি পৌঁছে দেয়া হচ্ছে।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘প্রিয় দেশবাসী। আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছি। বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আযহা। ঈদুল আযহা মানে ত্যাগের উৎসব। আসুন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ঈদুল আযহার আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেই। সবাই সুস্থ থাকুন। নিরাপদ থাকুন। ঈদ মোবারক। ঈদ মোবারক।’

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর