নির্বাচন নিয়ে এখনও কোনো সংকট তৈরি হয়নি : হানিফ

আপডেট: July 10, 2022 |
print news

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংকট তৈরি হয়নি। নির্বাচনী হাওয়া বইতে শুরু করলে সব দলই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবে। আশা করছি সবাই নির্বাচনে অংশ নেবে।

রোববার সকালে কুষ্টিয়ার প্রধান ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, সৃষ্টিকর্তার প্রতি গভীর আনুগত্য ও ঈদুল আজহার সর্বোচ্চ ত্যাগের মহিমা আমাদের জীবনে প্রতিফলিত হলেই সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ প্রশাসনিক কর্মকর্তা, আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর