ইউক্রেনের জনগণকে রুশ নাগরিকত্ব দেবে রাশিয়া

আপডেট: July 12, 2022 |

ইউক্রেনের জনগণকে রুশ নাগরিকত্ব দেবে রাশিয়া, সেই লক্ষ্যে একটি ডিক্রি (সরকারি আদেশ) জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন এ ডিক্রির ফলে সব ইউক্রেনীয় রাশিয়ার নাগরিকত্ব পাবেন।

সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর দেয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সরকারি ওয়েবসাইটে এ বিষয়ে একটি নথি প্রকাশিত হয়েছে। এতে ইউক্রেনীয় জনগণের রাশিয়ার নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া সহজ করার কথা বলা হয়েছে।

আদেশে বলা হয়, ইউক্রেনের সব নাগরিককে রাশিয়ার নাগরিকত্ব পেতে আবেদন করার শর্তাবলি সহজ ও শিথিল করা হয়েছে। এখন আর কাউকে রাশিয়ায় পাঁচ বছর অবস্থান করার মতো শর্ত পূরণ করতে হবে না। এছাড়া আবেদনকারীকে রুশ ভাষা জানার শর্তও শিথিল করা হয়েছে।

এর আগে, পূর্ব ইউক্রেনের স্বতন্ত্র-স্বাধীন অঞ্চল হিসেবে ঘোষিত দোনেৎস্কো ও লুহানস্কো এবং রাশিয়ার অধিকৃত দক্ষিণাঞ্চলীয় জাপোরিজঝিয়া ও খেরসন অঞ্চলের বাসিন্দাদের রুশ নাগরিকত্ব দেয়ার জন্য একই ধরনের একটি ডিক্রি জারি করেন পুতিন। সূত্র: আল-জাজিরা

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর