ভারত ফের গম রপ্তানি শুরু করেছে

সময়: 12:23 pm - July 16, 2022 | | পঠিত হয়েছে: 3 বার

নিষেধাজ্ঞা শিথিল করে ফের বিভিন্ন দেশে ১৮ লাখ টন গম রপ্তানি করেছে ভারত। শুক্রবার দেশটির খাদ্যসচিব সুধাংশু পাণ্ডের বরাতে এ খবর নিশ্চিত করে আনন্দবাজার।

ভারতের খাদ্যসচিব বলেন, বাংলাদেশ, ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং আফগানিস্তানের মতো দেশে গম পাঠানো হয়েছে।

এসময় দেশটির খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৩ মে’র পর থেকে এখন পর্যন্ত ১৮ লাখ টন গম রপ্তানি করেছে ভারত।

এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, গম রফতানির বাণিজ্যের অংশীদার হতে আমরা আগ্রহী নই। তবে কোনো দেশের খাদ্যের চাহিদা মেটানোর জন্য ভারত গম সরবরাহ করতে প্রস্তুত।

এর আগে ১৩ মে হুট করে গম রফতানি নিষিদ্ধ করে ভারত। ফলে বিভিন্ন দেশে গম সরবরাহ সংকট সৃষ্টি হয়। যার প্রভাব পরে ইউরোপেও।

বিশ্বের অন্যতম গম রফতানি কারক দেশ ইউক্রেন। আর ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ।

২০২০-২১ অর্থবছরে ভারতের মোট গম রফতানির ৫৪ শতাংশই এসেছে বাংলাদেশে। সেই বছর ভারতীয় গমের শীর্ষ ১০ ক্রেতা ছিল বাংলাদেশ, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, ইয়েমেন, আফগানিস্তান, কাতার, ইন্দোনেশিয়া, ওমান ও মালয়েশিয়া।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর