স্পেনে নাইটক্লাবে বন্দুক হামলা, আহত ৫

স্পেনের দক্ষিণাঞ্চলের মারবেলায় একটি নাইটক্লাবে বন্দুক হামলা ও ছুরিকাঘাতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে।

স্থানীয় জরুরি সার্ভিস বিভাগ জানিয়েছে, হামলায় আহতদের মধ্যে দুইজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। দেশটির কেন্দ্রীয় পুলিশ বাহিনী ঘটনাটি তদন্ত করছে। সন্দেহভাজন বন্দুকধারীও ছুরিকাঘাতে আহত হয়ে কোস্টা ডেল সোল হাসপাতালে পুলিশের পাহারায় চিকিৎসাধীন।

গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া চারজনের মধ্যে দুইজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যম দিয়ারিও এসইউআর বলছে, আহতদের মধ্যে একজন হলেন ৩২ বছর বয়সী এক নারী। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।

পুলিশ বন্দুকধারীর সঙ্গে থাকা সন্দেহভাজন হিসেবে ২৬ বছর বয়সী আরও একজনকে আটক করেছে।

সূত্র: এএনআই, এনডিটিভি

বৈশাখী নিউজ/ এপি