বাসের ধাক্কায় ইজিবাইক চালকের প্রাণ গেল

আপডেট: July 19, 2022 |
print news

জামালপুরের মেলান্দহে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মন্টু মিয়া নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মন্টু মিয়ার বাড়ি পৌরসভার আদিপৈত গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটি ঢাকা থেকে মেলান্দহে আসার সময় উপজেলা কৃষি অফিসের সামনে পৌঁছলে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা বাসটি আটক করলেও পালিয়ে যান চালক।

মেলান্দহ থানার ওসি এম এম ময়নুল ইসলাম, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। তবে চালককে গ্রেফতার করা যায়নি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর