মুজিববর্ষ: গাজীপুরে জমি-ঘর পাচ্ছেন আরও ৭৪০ গৃহহীণ পরিবার

আপডেট: July 20, 2022 |

গাজীপুরে মুজিববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৭৪০টি ভূমিহীন পরিবার পাচ্ছে ঘর। সাথে পাচ্ছে ঘরের জমিও।

বুধবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসকের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আনিসুর রহমান এ তথ্য জানান।।

এ সময় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসরিন পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএস সাইফুর রহমান, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. মোরাদ আলী, সহকারি কমিশনার (ভ‚মি) রাফে মোহাম্মদ ছড়া প্রমূখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের ৩য় পর্যায়ে (২য় ধাপ ) বৃহস্পতিবার সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের মতো গাজীপুরের ৭৪০টি পরিবারের মধ্যে ঘর ও জমি হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।

এসব পরিবারের মধ্যে গাজীপুর সদর উপজেলায় রয়েছে ২০২ টি, কালিয়াকৈর উপজেলায় রয়েছে ১৪০টি, শ্রীপুর উপজেলায় রয়েছে ২০০টি, কালীগঞ্জ উপজেলায় রয়েছে ৩৭টি এবং কাপাসিয়া উপজেলায় রয়েছে ১৬১টি পরিবার।

তিনি আরো বলেন, এর আগে গাজীপুরে প্রথম পর্যায়ে ২৮৫টি ও দ্বিতীয় পর্যায়ে ২০২ টি গৃহ নির্মাণ করে গৃহহীনদের মধ্যে ঘর জমির দলিল হস্তান্তর করা হয়েছে। তৃতীয় পর্যায়ে মোট বরাদ্দপ্রাপ্ত গৃহের সংখ্যা ১হাজার ৩৩০।

ইতোপূর্বে ২৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় পর্যায়ের ২৫৪টি গৃহের উদ্বোধন করেন। তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ৩৩৬টি গৃহের নির্মাণ কাজ চলমান রয়েছে।

এ সময় সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আরো জানান, ২৩ জুলাই শুরু ভাওয়াল রাজবাড়ি মাঠে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক ও যুব ও ক্রীড়া মন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বৃক্ষমেলা অনুষ্ঠান উদ্বোধন করবেন।

Share Now

এই বিভাগের আরও খবর