ভালুকায় একটি জুয়েলারির দোকানে ফিল্মি স্টাইলে স্বর্ণালঙ্কার লুট

আপডেট: July 21, 2022 |
Boishakhinews24.net 304
print news

ময়সনসিংহের ভালুকায় একটি জুয়েলারির দোকানে ফিল্মি স্টাইলে ককটেল ফাটিয়ে দোকানে ঢুকে মালিককে গুলি করে স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় প্রাইভেটকারযোগে আসা পাঁচ-ছয়জনের ডাকাতদল।

বুধবার রাত সাড়ে ৯ টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার প্রদীপ জুয়েলার্স নামের একটি সোনার দোকানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুলিবিদ্ধ হওয়া জুয়েলার্সের মালিক অধির কর্মকারকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন শাহিন মিয়া নামে আরেক ব্যক্তি।

এদিকে ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান।

তিনি বলেন, ডাকাতদল প্রথমে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে দোকান মালিককে গুলি করে স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। ঘটনা ঘটানোর পাঁচ মিনিটের মধ্যেই ডাকাত দলটি পালিয়ে যায়। তবে কী পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়ে গেছে, তা এখনও জানা যায়নি।

পুলিশ সুপার আরও বলেন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে কাজ শুরু করেছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হবে আশা করছি।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর