পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট: July 21, 2022 |
print news

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাব্বির (৮) ও সোহাগ (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার রাধানগড় ইউনিয়নের বড়শিংগিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু সাব্বির একই গ্রামের তহিদুল ইসলামের ছেলে। ও শিশু সোহাগ একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

দুই শিশু নিহতের বিষয়টি আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, শিশু দুটি একসঙ্গে খেলা করতো। বুধবার বিকেল থেকেই তারা নিখোঁজ ছিলো। পরিবারের লোকেরা অনেক খোঁজাখুজি করেও তাদের পায়নি।

এক পর্যায়ে সন্দেহ হলে বাড়ির রাস্তার পাশে থাকা ছোট একটি পুকুরে খুঁজতে গিয়ে পানিতে তাদের দেখতে পায়। এ সময় স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর