বন্যার কারণে মৃতের সংখ্যা বেড়ে ১২৬

আপডেট: July 21, 2022 |
Boishakhinews24.net 309
print news

গত ২৪ ঘণ্টায় বন্যার কারণে মৌলভীবাজার জেলায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে বন্যার কারণে মৃতের সংখ্যা বেড়ে ১২৬ জনে দাঁড়িয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়। তথ্যানুসারে, সর্বশেষ মৃত্যু বন্যার পানিতে ডুবে হয়েছে। ১৭ মে থেকে ২০ জুলাই পর্যন্ত মোট মৃত্যুর রেকর্ড করা হয়েছে। এছাড়া এ সময়ের মধ্যে প্রায় ২১ হাজার ৮৪৩ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

মোট মৃতের মধ্যে বন্যার পানিতে ডুবে ৯৯ জন, বজ্রপাতে ১৫ জন, সাপের কামড়ে দুজন, ডায়রিয়ায় একজন এবং অন্যান্য কারণে ৯ জন মারা গেছেন।

নিহতদের মধ্যে সিলেটে ৭২ জন, ময়মনসিংহে ৪১ জন, রংপুরে ১২ জন এবং ঢাকা বিভাগে একজন মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

বন্যা কবলিত ৭০টি উপজেলার মধ্যে সিলেট বিভাগে ৩৩টি, রংপুর বিভাগে ১৬টি, ময়মনসিংহ বিভাগে ২০টি এবং চট্টগ্রাম বিভাগে একটি উপজেলা রয়েছে।

সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও কুড়িগ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা, যেখানে যথাক্রমে ১৩, ১১, ১০ ও ৯টি উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর